আমি মাজহার ভাইয়ের সিনেমায়ও অভিনয় করেছি: সাবিনা
তবে এতটুকু মনে পড়েছে ১৯৬৭ সালে ‘অবুঝ মন’ ছবির ‘শুধু গান গেয়ে পরিচয়’ গানটি গেয়েছিলাম। তার আগেও অনেক গান গেয়েছি। একটা কথা বলতে পারি, ‘ওনার জীবনে উনি ২০ হাজারের বেশি গান লিখেছেন। এর মধ্যে ৬-৭ হাজার গান আমার গাওয়া। উনি এটা সবসময় বলতেন, ‘আমার লেখা গান সবচেয়ে বেশি গেয়েছে সাবিনা ইয়াসমিন।’…